Tomar Awshukh [Adrishyo Nagordolar Trip]

Anupam Roy

তোমার অসুখ

নদী ভরা ঢেউ তুমি চাইছ জল

তারা ভরা রাত, খোঁজো ছাওনিতল?

নদী ভরা ঢেউ তুমি চাইছ জল

তারা ভরা রাত, খোঁজো ছাওনিতল?

তোমার কেন মনে হল

তোমার পাশ দিয়ে

না জানিয়ে ঘোড়াগুলো ছুটে গেছে?

তোমার কেন মনে হল

তোমার পথ জুড়ে

গুঁড়ো গুঁড়ো ভালবাসা ছড়ানো নেই?

আমি থেমে আছি পাহাড়ের মতো

তুমি মেঘ ডেকে আনো কত?

তুমি জেগে থাকো, এ তোমার অসুখ

দেখো যদি মনে পড়ে আমার মুখ কখনো।

২)

মুঠো ভরা রোদ, তুমি চাইছ দিন

এত পরিচিতি তবু বন্ধুহীন।

মুঠো ভরা রোদ, তুমি চাইছ দিন

এত পরিচিতি তবু বন্ধুহীন।

তোমার কেন মনে হল

তোমার পাশ দিয়ে

না জানিয়ে ঘোড়াগুলো ছুটে গেছে?

তোমার কেন মনে হল

তোমার পথ জুড়ে

গুঁড়ো গুঁড়ো ভালবাসা ছড়ানো নেই?

আমি থেমে আছি পাহাড়ের মতো

তুমি মেঘ ডেকে আনো কত?

তুমি জেগে থাকো, এ তোমার অসুখ

দেখো যদি মনে পড়ে আমার মুখ কখনো।

Chansons les plus populaires [artist_preposition] अनुपम रॉय

Autres artistes de Asiatic music