Bangla Bhasha
Nurul Manik
যে দেশের মাটির গানে বাংলা ভাষা
এ ভাষা পাখির কলতানে
এ ভাষার বর্ণমালায় একুশ গাঁথা
সব মানুষের মনে
যে ভাষায় জনম জনম ধরে
স্বপ্ন বুনে সবারই অন্তরে
আমি যে বর্ণমালার হার পড়েছি
শহীদের রক্ত দিয়ে কিনে
এ ভাষার মধুর সুর ধ্বনি
আমি আজ বিশ্ব জুড়ে শুনি
একুশের চেতনারি ঢেউ জাগে আজ
পৃথিবীর সবার প্রানে প্রানে