Baroti Mashe
Sudip Dip
তোমার ওই মুখটি জুড়ে
সুখ যে ঝরে পড়ে
কখন যে অগোচরে দিয়েছি এ মন
কাজল দুটি চোখে
স্বপ্ন যে ছবি আঁকে
কখন যে পথের বাঁকে হয়েছো আপন
জীবনে মরণে থেকোগো পাশে
আধারে আলোতে বারটি মাসে
দেখেছি ঘুম ঘোরে লিখেছি যতন করে
মনেরি বাহু ডোরে তোমার ওই মুখ
একেছি কল্প ছাঁয়ায় প্রেমেরি আবেশ মায়ায়
আজকে ভালবাসা উকি দেয় সুখ
তোমাকে কাছে পেয়ে মনেরি সিঁড়ি বেয়ে
নেমেছি সুখ বেয়ে স্বর্গ দুহাতে
আর কে থামায় বলো
এবার তো সময় হলো
অজানাতে হারাই চলো দুজনাতে