Dariye Achhi

Bijoy Haldar

হারিয়ে সব কিছু, আবার উঠে দাঁড়িয়েছি
ভেবেছিলি হেরে যাব, আবার উঠে দাঁড়িয়েছি
শেষ হয়ে যাবে আশা, আবার উঠে দাঁড়িয়েছি
দুনিয়ার সাথে লড়ে নেবো, আবার উঠে দাঁড়িয়েছি
আমি একা
পেছন ফাঁকা
মানুষ শুধুই
খোঁজে টাকা
পাপ দেখতে
ফিরে তাকা
বৃথা চেষ্টায়
যাবেনা ঢাকা
রয়েছে কাঠি, ভালো মানুষ
সাথে রয়েছে সাদা মুখোশ
তোর নরম কথায় শূন্য হয়ে
দাঁড়িয়ে আছি এখনো বেশ
টাকার চিন্তায় হারাচ্ছে কেশ
চিত্রগুপ্ত লিখছে কেস
ভরছে ঘরা সময়ের
মিশতে হবে মৃন্ময়ে
এত কিছু জেনেও কেনো
থাকিস এত অহংকারে!
জানি তোর ভয় করে
নিচু চোখ রুখতে পারিস না
তাই অনেক মন করে
মানুষ হয়ে আরেকটা মানুষকে
ছোট করেই পেট ভরে
হারিয়ে সব কিছু, আবার উঠে দাঁড়িয়েছি
ভেবেছিলি হেরে যাব, আবার উঠে দাঁড়িয়েছি
শেষ হয়ে যাবে আশা, আবার উঠে দাঁড়িয়েছি
দুনিয়ার সাথে লড়ে নেবো, আবার উঠে দাঁড়িয়েছি
আরে ভাই শোন, একটু চিল কর
নিজেকে বন্ধু বলিস, একটু লজ্জা কর
সারাদিন শুধু বকবক, অন্যেরও শোনা ধর
কাঠি কেনো হাতে শুধু সারাদিন, নিজেরও একটু খেয়াল কর
করতাম একসাথে কাজ
লাথি মেরেছিলি পেছনে, বলে তুই খই ভাজ
শুধু কথা বলার জন্য ৫০%, দেবেনা তোর বাপেও আজ
ছুরি মারাটা কি খুব দরকার ছিল, সুন্দর পিঠ করে ভাঁজ
চল ভাই শেষ করি এবারে কিছু সিরিয়াস নোট নিয়ে আজ
সময় ছিল খুব খারাপ
বিষন্নতায় দিচ্ছিল ডাক
ওষুধের থেকে পায়নি ফাঁক
সুইসাইড থটও ফাঁদছিল তাক
কেও ছিল না সাথে, লড়ে চলেছি একা
তোর আউকাত তোর বাপের দান, ভেতরটা একবারে ফাঁপা
ভাব আবার এমন দেখাস, আম্বানি তোর কাকা
শত চেষ্টতেও ফেলতে পারবিনা
ওঠার ক্ষমতা পকেটে রাখা
হারিয়ে সব কিছু, আবার উঠে দাঁড়িয়েছি
ভেবেছিলি হেরে যাব, আবার উঠে দাঁড়িয়েছি
শেষ হয়ে যাবে আশা, আবার উঠে দাঁড়িয়েছি
দুনিয়ার সাথে লড়ে নেবো, আবার উঠে দাঁড়িয়েছি

Curiosités sur la chanson Dariye Achhi de Zero

Qui a composé la chanson “Dariye Achhi” de Zero?
La chanson “Dariye Achhi” de Zero a été composée par Bijoy Haldar.

Chansons les plus populaires [artist_preposition] Zero

Autres artistes de Punk rock