Dhruba Tara [Lofi]

Rabindranath Tagore, CPH International

তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা
এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা,
তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা।

যেথা আমি যাই নাকো
তুমি প্রকাশিত থাকো,
যেথা আমি যাই নাকো
তুমি প্রকাশিত থাকো,
আকুল নয়নজলে ঢালো গো কিরণধারা
তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা।

তব মুখ সদা মনে জাগিতেছে সংগোপনে
তিলেক অন্তর হলে না হেরি কূল-কিনারা,
তব মুখ সদা মনে জাগিতেছে সংগোপনে
তিলেক অন্তর হলে না হেরি কূল-কিনারা।

কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এ হৃদি
কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এ হৃদি,
অমনি ও মুখ হেরি শরমে সে হয় সারা,
তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা
এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা,
তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা
জীবনের ধ্রুবতারা, জীবনের ধ্রুবতারা।

Curiosités sur la chanson Dhruba Tara [Lofi] de चंदन दास

Qui a composé la chanson “Dhruba Tara [Lofi]” de चंदन दास?
La chanson “Dhruba Tara [Lofi]” de चंदन दास a été composée par Rabindranath Tagore, CPH International.

Chansons les plus populaires [artist_preposition] चंदन दास

Autres artistes de Traditional music